• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ব্যাংক

মেহেরপুরে কৃষি ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা সভা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০২৩

মেহেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর শাখা কর্তৃক কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় কর্মসূচির আলোকে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. খোরশেদ আলম মহাব্যবস্থাপক বিভাগীয় কার্যালয় কুষ্টিয়া।

এসময় তিনি বলেন, সহজেই কৃষকরা কৃষি ঋণ পাচ্ছেন বলেই, কৃষি ব্যাংক কৃষকদের জন্য একটি আদর্শ ব্যাংক। এর সাথে সাথে এই ব্যাংক অন্য ব্যাংকগুলোর মতো সকল সেবা দিচ্ছে। রেমিট্যান্সে সরকার ঘোষিত বিশেষ সুবিধা প্রদান করছে কৃষি ব্যাংক এতে প্রবাশীরা যেমন লাভবান হচ্ছে দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। ডিপিএস সুবিধাসহ নানামুখী সুবিধা গ্রহণ করে গ্রাহকরা লাভবান হতে পারে। তিনি ঋণ গ্রহীতার উদ্দেশে বলেন, ঋণ গ্রহণের সাথে সাথে আপনাকে একজন ভাল গ্রাহক হওয়ার পূর্বশর্ত হিসেবে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে আগের চেয়ে বেশি ঋণ নিয়ে আপনি কৃষি ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।

ব্যাংকের কর্মকর্তা প্রহলাদ কুমার হোড় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম তিনি বলেন শস্য, মৎস্য, প্রানীসম্পদ, গাভীপালন, কৃষি যন্ত্রপাতি, শস্য গুদামজাত ও বাজারজাতকরন, দারিদ্র বিমোচন,কৃষি ভিত্তিক শিল্প এ সমস্ত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ঋণ বিতরণ কর্মকর্তা আনিছুর রহমান, মুফলেছুর রহমান কোয়েল ও রবিউল ইসলাম সহ উপকারভোগী সদস্যগণ।

প্রাথমিকভাবে একই দিনে ২৫ জন কৃষকদের মাঝে ২৫ লাখ টাকার ঋণ প্রদান এবং ২০ লাখ টাকা ঋণ আদায় করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads